খড়িবাড়ি, ২৭ আগস্টঃ খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কিতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল।মৃতের নাম কার্তিক বর্মন (২৬)। যুবক পানিটাঙ্কির গৌরসিং জোতের বাসিন্দা ছিলেন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে খড়িবাড়ি ব্লকের হারিবস্তিতে যুবককে পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।এরপর স্থানীয়রা যুবককে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ।শুক্রবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যউওরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।