বাগডোগরা, ১৮ নভেম্বরঃ বাসের ছাদে কাঠের আসবাবপত্র পাচারের অভিযোগ।কলকাতা থেকে শিলিগুড়িগামী যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ কাঠের আসবাবপত্র সহ ২জনকে আটক করলো বাগডোগরা বনদপ্তর।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার বাগডোগরা ৩১ নম্বর জাতীয় সড়কে একটি বাস আটক করে বনদপ্তর। লক্ষাধিক টাকার কাঠের আসবাবপত্র উদ্ধার হয়।ঘটনায় বাসের চালক ও সহ চালককে আটক করা হয়।জানা গিয়েছে, শিলিগুড়িতে আসবাবপত্র নিয়ে আসা হচ্ছিল। তবে আসবাবপত্রের কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি বাস চালক।
এই বিষয়ে কার্শিয়াং ডিভিশনের এডিএফও ভূপেন বিশ্বকর্মা জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠের আসবাবপত্র উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া আসবাবপত্রের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।পরিবর্তীতে ব্যক্তিগত বন্ডে দুজনকে ছেড়ে দেয় বনদপ্তর।গোটা ঘটনার তদন্তে বনদপ্তর।