শিলিগুড়ি,২ মার্চঃ আর কয়েকদিন পরেই দোল উৎসবে মেতে উঠবে শহরবাসী।ইতিমধ্যেই শহরের আবির তৈরির কারখানাগুলিতে তৈরি হচ্ছে নানান রঙের আবির।
বর্তমানে শিলিগুড়ির জ্যোতিনগরের আবির কারখানাতে ব্যস্ততা তুঙ্গে।গত তিন মাস ধরে ১৫ জন কর্মী কাজ করছে এই কারখানাতে।সকাল থেকেই শুরু হয় আবির তৈরির কাজ।প্রতিদিন ৫০ কেজির বেশি নানান রঙের আবির তৈরি হয় এই কারখানায়।
সবিতা সুত্রধর নামে কারখানার এক মহিলা কর্মী জানান, অর্গানিক পাউডার ও জল এবং বিভিন্ন ধরনের রং মিশিয়ে এই আবির তৈরি হয়।৫০ কিলো আবির রং করতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে ঠিক রঙ হয়ে যাওয়ার পরই আবির গুলোকে খোলা মাঠে প্লাস্টিক পেতে সূর্যের আলোতে ছড়িয়ে দেওয়া হয়।প্রায় দুদিন সূর্যের আলোতে থাকার পর সে আবির গুলোকে প্যাকেট করে বাজারে বিক্রি করা হয়।