শিলিগুড়ি,১৯ আগস্টঃ রাস্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে কয়েক কোটি টাকার প্রতারণার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।ধৃতের নাম পবিত্র রায়।ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
জানা গিয়েছে, বাগডোগরার রাঙাপানির এক রাস্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রটি পরিচালনা করতেন পবিত্র রায়।সেখানে শতাধিক মানুষ নিজেদের টাকা জমা রেখেছিলেন।অভিযোগ, গ্রাহকদের টাকা জমা দেওয়ার রশিদ না দিয়ে ভুল বুঝিয়ে সাদা কাগজের রশিদ দিতেন পবিত্র রায়।এমনকি ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে ভুয়ো কাগজ তৈরি করে তা গ্রাহকদের হাতে তুলে দিতেন অভিযুক্ত।এরপর কিছুদিন গ্রাহক সেবা কেন্দ্রটি বন্ধ থাকায় সন্দেহ হয় গ্রাহকদের।মূল ব্রাঞ্চে গিয়ে খোঁজ করে গ্রাহকরা জানতে পারেন, পবিত্র রায় নামে ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছেন। এরপর টানা কয়েকদিন বিক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা । অবশেষে শুক্রবার শিলিগুড়ি থেকে অভিযুক্ত পবিত্র রায়কে গ্রেপ্তার করে বাগডোগরা থানার পুলিশ।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।