কোচবিহার,২ জানুয়ারিঃ এশিয়ান ফিস আউল প্রজাতির পেঁচা উদ্ধার করল বনদপ্তরের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের কর্মীরা।
জানা গিয়েছে, আজ সকালে হ্যামিল্টনগঞ্জ এলাকায় এই পেঁচাটিকে দেখতে পান এলাকার বাসিন্দারা। এরপর খবর পেয়ে বনদপ্তরের আধিকারিক ও বনকর্মীরা এসে এশিয়ান ফিস আউল টিকে উদ্ধার করে নিয়ে যান। হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের রেঞ্জার অমলেন্দু মাঝি জানান, এরপর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।