শিলিগুড়ি, ২৭ ডিসেম্বরঃ রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান নিয়ে অশোক ভট্টাচার্যের ‘দুয়ারে’ তৃণমূল।রবিবার শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডে বঙ্গধ্বনি যাত্রার আয়োজন করা হয়। ছিলেন ওয়ার্ড কো-অর্ডিনেটর তথা তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার।এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও দুয়ারে সরকারের প্রচারে লিফলেট বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়।
রাজ্য সরকারের ১০ বছরের উন্নয়নের খতিয়ান নিয়ে এদিন বাম বিধায়ক ও শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক অশোক ভট্টাচার্যের বাড়িতে যান রঞ্জন সরকার।যদিও প্রচারের জন্য সেসময় বাড়িতে ছিলেন না অশোক বাবু। তাঁর স্ত্রী’য়ের হাতে দুয়ারে সরকারের লিফলেট তুলে দেন রঞ্জন সরকার।বলেন, মমতা ব্যানার্জির সরকারের ১০ বছরের রিপোর্ট কার্ড নিয়ে আমরা দুয়ারে দুয়ারে যাচ্ছি।সেকারণেই সকলের কাছে যাওয়া।
অন্যদিকে, একই ওয়ার্ডেই প্রচারে বের হয়েছিলেন অশোক ভট্টাচার্য।বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জনপ্রতিনিধিদের মানুষের সঙ্গে যোগাযোগ রাখা উচিত।তৃণমূল যা করছে সেটা আনুষ্ঠানিক, লোক দেখানোর জন্য।