শিলিগুড়ি, ২৫ অক্টোবর: প্রাক্তন মেয়র ও সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ রাজু বিস্ত।
সোমবার বিকেলে দার্জিলিঙের সাংসদ অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। রাজনৈতিক কোনও কারণ নয়। সৌজন্যমূলক সাক্ষাৎয়ের জন্য সেখানে গিয়েছিলেন বলে জানান সাংসদ রাজু বিস্ত।
গতবছর অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্য প্রয়াত হন। ৩০ অক্টোবর প্রয়াণ দিবসে অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানে সাংসদকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও তিনি সেদিন থাকতে পারবেন না বলে আগে গিয়ে অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন তিনি। পাশাপাশি দীপাবলির শুভেচ্ছা জানান। দুইজনই জানান যে, সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি।