শিলিগুড়ি,৫ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে মহানন্দা ও মহিষমারি নদীর পাড়ের সৌন্দর্যায়নে শুরু হয়েছে বাঁধ নির্মাণ ও সবুজায়নের কাজ, যা ইতিমধ্যে সমাপ্তির পথে।
অন্যদিকে ৪৭ নম্বর ওয়ার্ডে একটি সেতুর কাজ হাতে নিয়েছে পুরনিগম। শনিবার সমস্ত কাজ সরেজমিনে খতিয়ে দেখতে পৌঁছান পুরনিগমের প্রশাসক তথা শিলিগুড়ি বিধায়ক অশোক ভট্টাচার্য।
অশোক ভট্টাচার্য জানান, সব মিলিয়ে প্রায় তিন কোটি টাকার কাজ হাতে নিয়েছে শিলিগুড়ি পুরনিগম। তবে লকডাউন এর জেরে কিছুটা কাজ থমকে গেলেও ইঞ্জিনিয়ারদের তৎপরতায় কাজ প্রায় সমাপ্তির পথে। এই সৌন্দর্যায়নের কাজ পুজোর আগেই শেষ করা হবে। রামমোহন মৌলিক ঘাটে অত্যাধুনিক গার্ডেন লাইট এর ব্যবস্থা করা হচ্ছে যা শহরবাসীর আকর্ষণ বাড়াবে।