শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বরঃ ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে শুক্রবার শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক অশোক ভট্টাচার্যকে স্মারকলিপি প্রদান করল বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতি।
সংগঠনের তরফে জানা গিয়েছে, শিলিগুড়ির ৭২টি মার্কেটের তরফে এর আগেও ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে পুরনিগমের দ্বারস্থ হয়েছিলেন তারা। তাদের মূল সমস্যা ট্রেড লাইসেন্সের পূনর্নবিকরণ।ট্রেড লাইসেন্স পূনর্নবিকরনের ক্ষেত্রে অযথা তাদের হয়রানির স্বীকার হতে হচ্ছে এমনটাই অভিযোগ করেন তারা।
সংগঠনের দাবি পুরনো ট্রেড লাইসেন্সের ভিত্তিতে তৎক্ষনাৎ নতুন ট্রেড লাইসেন্স দিতে হবে। ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন সমস্যায় শীঘ্রই উপযুক্ত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান।