করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অশোক ভট্টাচার্য 

শিলিগুড়ি, ৬ জুলাইঃ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শিলিগুড়ির বিধায়ক তথা পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।দীর্ঘদিন মাটিগাড়ার নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন তিনি।জানা গিয়েছে যে আগামী ১৪ দিন চিকিৎসকের পরামর্শমত তিনি হোম কোয়ারেন্টাইনেই থাকবেন।


এদিন নার্সিংহোম থেকে বেড়িয়ে প্রথমে তিনি কিছুক্ষণের জন্য ভেনাস মোড়ের অনিল বিশ্বাস ভবনের সামনে দাড়ান।সেখানে ফুল দিয়ে স্বাগত জানান তার দলের সদস্যরা।

প্রসঙ্গত, বেশকিছুদিন আগে অসুস্থ হওয়ার পর তার করোনা টেস্ট করা হলে টেস্টের প্রথম রিপোর্ট নেগেটিভ আসে।পরবর্তীতে তার দ্বিতীয় টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।এরপর মাটিগাড়ার নার্সিংহোমে তার চিকিৎসা শুরু হয়।তবে মাঝেমধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি হয়।এরপরই কলকাতার ডাক্তারদের সঙ্গে আলোচনা করে তার চিকিৎসা চলছিল।এরপর ৪ নম্বর টেস্টর রিপোর্ট নেগেটিভ আসার পর তাকে আজ ছেড়ে দেওয়া হয়।


এদিন বাড়িতে ফিরেই শহরবাসীর উদ্দেশ্যে সতর্ক থাকা ও মনে জোর নিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান তিনি।পাশাপাশি শহরে করোনায় মৃত্যু এবং বিশেষ করে তরুণ ফুটবলারের মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomOnwincasibom girişcasibombaywin