শিলিগুড়ি, ১৩ এপ্রিলঃ ২০১৬ সালে শিলিগুড়িতে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বাইচুং ভুটিয়া।অশোক ভট্টাচার্যের কাছে হেরে গেলেও দুজনের সম্পর্কে কখনও চির ধরেনি।মঙ্গলবার অশোক ভট্টাচার্যের হয়ে শিলিগুড়িতে প্রচার করলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া।
মঙ্গলবার বিকেলে বাঘাযতীন পার্ক থেকে মহামিছিলের করে সংযুক্ত মোর্চা।এক গাড়িতে অশোক ভট্টাচার্য ও বাইচুং ভুটিয়া প্রচার সারেন শহরজুড়ে।মহামিছিলে ছিলেন বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী ও বামেদের যুব প্রার্থী শতরূপ ঘোষ।
এদিন বাইচুং ভুটিয়া বলেন, ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে অশোক দার সঙ্গে নির্বাচনে লড়েছি।কিন্তু তাঁর সঙ্গে আমার সম্পর্ক বহুবছর আগের।বাংলা ও ভারতের রাজনীতিতে এখন ভাল নেতা খুব কম রয়েছেন।যারা মানুষের জন্য কাজ করেন।অশোক দা’র মতো নেতা প্রয়োজন।
অশোক ভট্টাচার্য বলেন, বাইচুং আমার জন্য প্রচারে আসায় আমিও খুশি।রাজনীতিকে দুর্নীতিমুক্ত করতে হবে।যারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলিকে পূরণ করতে হবে।