শিলিগুড়ি,১৯ জুনঃ স্থিতিশীল রয়েছেন শিলিগুড়ির পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য।এই মুহূর্তে মাটিগাড়ার একটি নার্সিংহোমে চিকিৎসা চলছে তার।
প্রসঙ্গত, দুদিন আগে তিনি মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন।সেখানে তার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।এরপর সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।
ইতিমধ্যেই ওই নার্সিংহোমের কর্তৃপক্ষের তরফে এক চিকিৎসক জানিয়েছেন, স্থিতিশীল রয়েছেন অশোক ভট্টাচার্য।প্রেসার ও সুগার নিয়ন্ত্রণে রয়েছে।মাঝে-মধ্যে সামান্য জ্বর আসছে এবং অক্সিজেনের দরকার পড়ছে।তবে সেই মাত্রা খুবই কম।তার ওপর নজর রাখা হচ্ছে।পরিবারের সদস্য এবং দলীয় কর্মীদের সাথেও অশোক বাবু কথা বলছেন।আজ সকালে ফ্রুট জুসও খেতে চেয়েছেন।খবরের কাগজও দেওয়া হয়েছে তাকে।তবে যেহেতু তিনি করোনায় আক্রান্ত রয়েছেন সেহেতু শারীরিকভাবে দুর্বল রয়েছেন তিনি।কিছুদিনের মধ্যে ফের একবার কোভিড-১৯ টেস্টের জন্য সোয়াব নেওয়া হবে তার।