শিলিগুড়ি, ৮ মেঃ একসময় ছায়াসঙ্গী ছিলেন তার।তার থেকেই রাজনীতি শেখা।সেই শঙ্কর ভোট মিটতেই সোজা হাজির তার রাজনীতির গুরু অশোক ভট্টাচার্যের বাড়িতে।
বিধানসভা নির্বাচনে শঙ্কর ঘোষ বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর শিলিগুড়ির রাজনৈতিক সমীকরণ অন্য মাত্রা নেয়।এবারের বিধানসভা নির্বাচনে গুরু শিষ্যের লড়াই দেখেছে শহরবাসী।তবে রাজনৈতিক লড়াই থাকলেও অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে এদিন তার বাড়িতে যান বিধায়ক শঙ্কর ঘোষ।
শঙ্কর ঘোষ বলেন, তিনি আমার অভিভাবকের মত।দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি।বহু আন্দোলন সংগ্রামে একসঙ্গে থেকেছি।অনেক কাজ শিখেছি তার কাছ থেকে।তার কাছ থেকে শেখা অভিজ্ঞতা নিয়েই আগামীতে শিলিগুড়ির উন্নয়ন করবো।
অশোক ভট্টাচার্য বলেন, রাজনৈতিক লড়াই থাকলেও একজন জনপ্রতিনিধি আমার সঙ্গে দেখা করতে এসেছে তাই দেখা করেছি।তার কাজে সাফল্য কামনা করছি।