শিলিগুড়ি,৭ সেপ্টেম্বরঃ আশরফনগর কান্ডে গ্রেফতার অভিযুক্তদের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও তলোয়ার উদ্ধার করল ডিটেকটিভ ডিপার্টমেন্ট।
প্রসঙ্গত,গত ২৩ আগস্ট রাতে আশরফনগর এলাকায় আগ্নেয়াস্ত্র এবং তলোয়ার দেখিয়ে এলাকাবাসীদের ভয় দেখানোর অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে।ঘটনার তদন্তে নেমে গত ৩১ আগস্ট অমরিন্দর সিং ওরফে হরমিতকে গ্রেফতার করে পুলিশ।যদিও পলাতক ছিল বাকি অভিযুক্তরা।এরপরই ঘটনার তদন্তে নামে ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ।এরপর গুরুগ্রাম থেকে ঘটনার সঙ্গে জড়িত বাকি চারজনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দুজনের বাড়ি থেকে ঘটনার দিন ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকেরা।
ডিডির এসিপি রাজেন ছেত্রী বলেন, ঘটনায় অভিযুক্ত শুভম মাহাতোর বাড়ি থেকে দুটি তলোয়ার ও অমরিন্দর সিং ওরফে হরমিতের বাড়ি থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে।