শিলিগুড়ি,১৫ মার্চঃ জলপাইগুড়ি রাণীনগরে অবস্থিত শ্রী শ্রী সুদিন কুমার মিত্র বিদ্যাপীঠ স্কুলের নতুন বিল্ডিং তৈরিতে সাহায্যের হাত বাড়ালেন কলেজপাড়ার বাসিন্দা ছায়া মৈত্র।
মাতৃসদন জনকল্যান আশ্রমের উদ্যোগে ২০১৮ সালে রানীনগরে প্রান্তিক ছাত্রদের জন্য একটি ইংরেজি মাধ্যমের স্কুল চালু হয়।এখন স্কুলটিতে শ্রেনী বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যার জন্য প্রয়োজন নতুন বিল্ডিং। এই নতুন বিল্ডিং তৈরি করতেই এদিন মাতৃসদন জনকল্যান আশ্রমে ৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন কলেজপাড়ার বাসিন্দা ছায়া মৈত্র। এর আগেও তিনি বহু সমাজসেবামূলক কাজ করেছেন।
ছায়া মৈত্র জানান, তিনি এই আশ্রমের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত।রানীনগরে স্কুলটিতেও তিনি গিয়েছিলেন।স্কুলের ছাত্রদের জন্য এই কাজ করতে পেরে তিনি খুবই আনন্দিত।