নকশালবাড়ি এশিয়ান হাইওয়েতে অজগরের মৃত্যু

নকশালবাড়ি, ১ নভেম্বরঃ নকশালবাড়ির খালবস্তি এলাকায় এশিয়ান হাইওয়েতে অজগরের মৃত্যু।রাস্তা পারাপার করতে গিয়ে পথ দুর্ঘটনায় অজগরটির মৃত্যু হয়েছে।


এদিন পথ চলতি মানুষেরা মৃত অজগরটিকে দেখতে পান।পরে খবর দেওয়া হয় নকশালবাড়ি থানার পুলিশ ও টুকরিয়াঝাড় বনদপ্তরে।

পুলিশ ও বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত অজগরটিকে উদ্ধার করে।৭-৮ ফুট লম্বা ছিল এই অজগরটি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *