এনজেপিতে আশীষ দে মেমোরিয়াল টুর্নামেন্টের আয়োজন

শিলিগুড়ি, ১৯ জানুয়ারিঃ প্রয়াত ​​ট্রেন ম্যানেজার আশীষ দে এর স্মৃতির উদ্দেশ্যে এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের এনজেপি শাখার তরফে ২০তম আশীষ দে মেমোরিয়াল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


আজ থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট।এনজেপি রেলওয়ে ময়দানে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করেছে।

এদিন টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সতীশ জ্যোতি এবং এরিয়া ম্যানেজার মোহিত যোশী।প্রথম দিনের খেলায় রেলওয়ের ডিজেল শাখা এবং বাণিজ্যিক বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়।যেখানে ডিজেল শাখা টস জিতে প্রথমে ব্যাট করে ১২৯ রানে অলআউট হয়।শেষ ওভারে বাণিজ্যিক বিভাগ পাঁচ উইকেটে জয়ী হয়।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *