শিলিগুড়ি, ২৮ আগস্টঃ প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী শিলিগুড়ির বিভিন্ন জায়গায় শুরু হয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট।দ্বিতীয়বারের জন্য শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে র্যাপিড টেস্ট করানোর জন্য যাওয়া হলেও এলেন না কেউ।ঘণ্টাখানেক অপেক্ষা করার পর ফিরে যেতে হল ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের।
এদিন সকাল ১১ টা থেকে টেস্ট শুরু হওয়ার কথা ছিল।কিন্তু ঘণ্টাখানেক অপেক্ষা করেও কেউ না আসায় শেষমেশ ফিরে যেতে হল স্বাস্থ্য কর্মীদের।
জানা গিয়েছে, স্বাস্থ্য বিভাগের তরফে শিলিগুড়ি বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই র্যাপিড টেস্ট শুরু হয়েছে।গত ৫ দিনে ২৬২ জনের করোনা টেস্ট করা হয়।এর মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।
এই বিষয়ে ফিশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বাপী চৌধুরী বলেন, আমাদের পক্ষ থেকে সকল ব্যবসায়ীকে জানানো হয়েছে।এখানে সচেতনতার অভাব রয়েছে।মানুষের মধ্যে করোনার ভয় রয়েছে, এই কারণেই কেউ টেস্ট করাতে আসেননি।
মেডিক্যাল টেকনোলজিস্ট পার্থ প্রতিম রায় বলেন, এর আগের দিন যোগাযোগের ক্ষেত্রে কিছুটা ত্রুটি ছিল।অনেকেই এই টেস্ট নিয়ে ভয় পাচ্ছেন আবার অনেকেই অপপ্রচার করছেন।তবে আগামীতে মানুষকে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।