রাজগঞ্জ, ৮ মার্চঃ দীর্ঘ ১১ বছর ধরে এক অসহায় বৃদ্ধার পাশে রয়েছেন শিলিগুড়ির সমাজকর্মী মদন ভট্টাচার্য।চালিয়ে যাচ্ছেন বৃদ্ধার ভরণপোষণ।
প্রতি তিন মাস অন্তর নিজে গিয়ে খাদ্য সামগ্রী থেকে শুরু করে প্রয়োজনীয় সব জিনিস তার হাতে তুলে দিয়ে আসেন।সেই মতে আজ আন্তর্জাতিক নারী দিবসে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির পশ্চিম ধনতলার অসহায়-সম্বলহীন বৃদ্ধা মিনতি বর্মনকে তিন মাসের চাল,ডাল সহ খাদ্যসামগ্রী দিলেন।বাদ যায়নি প্রসাধন সামগ্রীও।
এই বিষয়ে মদন ভট্টাচার্য বলেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ আমি মিনতী বর্মনের বাড়িতে এসেছি।আমি ২০১১ সাল থেকে ভরণপোষণের দায়িত্ব নিয়েছি।তিন মাস অন্তর অন্তর সমস্ত খরচ আমি বহন করি।সেই মতে আজ কিছু খাদ্য সামগ্রী ও কাপড় দিয়ে গেলাম।যতদিন মিনতিদেবী বেঁচে থাকবেন ততদিন এভাবেই ভরণপোষণ চালিয়ে যাবেন বলে মদনবাবু জানিয়েছেন।