দীর্ঘ ১৮ বছর ধরে অসহায় বৃদ্ধার পাশে মদন ভট্টাচার্য  

ফুলবাড়ি, ২০ অক্টোবরঃ কথা দিয়ে কথা রাখছেন শিলিগুড়ির সমাজকর্মী মদন ভট্টাচার্য।দীর্ঘ ১৮ বছর ধরে এক অসহায় বৃদ্ধার পাশে রয়েছেন তিনি।চালিয়ে যাচ্ছেন ভরণপোষণ। প্রতি তিন মাস অন্তর নিজে গিয়ে খাদ্য সামগ্রী থেকে শুরু করে প্রয়োজনীয় সব জিনিস তার হাতে তুলে দিয়ে আসেন।


সেইমতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির পশ্চিম ধনতলার এক অসহায়-সম্বলহীন অসহায় বৃদ্ধা মিনতি বর্মনকে তিন মাসের চাল,ডাল সহ খাদ্যসামগ্রী দিলেন।বাদ যায়নি প্রসাধন সামগ্রীও।

এই বিষয়ে মদন ভট্টাচার্য বলেন, আমি ফুলবাড়ির মিনতী মায়ের ভরণপোষণের দায়িত্ব নিয়েছি। তিন মাস অন্তর অন্তর সমস্ত খরচ আমি বহন করি।সেই মতে আজ কিছু খাদ্য সামগ্রী ও কিছু আর্থিক সাহায্য করে গেলাম।যতদিন মিনতিদেবী বেঁচে থাকবেন ততদিন এভাবেই ভরণপোষণ চালিয়ে যাবেন বলে জানান মদনবাবু।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *