নকশালবাড়ি, ৬ জুনঃ করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এল নকশালবাড়ি ব্লক ২ তৃণমূল যুব কংগ্রেস।
করোনা পরিস্থিতিতে বহু মানুষ খাদ্য সংকটে পড়েছেন।সেইসকল মানুষকে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে নকশালবাড়ি ব্লক ২ তৃণমূল যুব কংগ্রেস।
নকশালবাড়ি ব্লক ২ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অরুণ ঘোষ বলেন, করোনা মহামারিতে খাদ্যসংকটে ভুগছেন এমন মানুষদের পার্টি কার্যালয় থেকে খাবার দেওয়ার কাজ শুরু করা হয়েছে।করোনাকালে তাদের এই খাবার বিতরণের কাজ চলবে।
অন্যদিকে, করোনা সংক্রামিতদের সাহায্য করা হচ্ছে।করোনা রোগীর পরিবারদের খাদ্যসামগ্রী, মাস্ক, স্যানিটাইজার তুলে দেওয়া হচ্ছে।
