শিলিগুড়ি, ২ ফেব্রুয়ারিঃ দুর্ঘটনায় পা অকেজো হয়ে অসহায়ভাবে দিন কাটাছিলেন ফাঁড়াবাড়ির বাসিন্দা কৃষ্ণ শীল।তার পাশে এসে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
জানা গিয়েছে, ফাঁড়াবাড়ির বলরাম কলোনির বাসিন্দা কৃষ্ণ শীল পেশায় ক্ষৌড়কার।দুবছর আগে একটি দুর্ঘটনার পর তার পা অকেজো হয়ে যায়।তারপর থেকে কৃষ্ণ শীল উপার্জন ক্ষমতা হারিয়ে অসহায় হয়ে পরেছিলেন।
এরপরই কৃষ্ণবাবু ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ করেন।সেই আবেদনে সাড়া দিয়ে আজ একটি ট্রাই সাইকেলে ফুলের দোকান বানিয়ে তার হাতে তুলে দেন সংগঠনের সদস্যরা।সংগঠনের এই সহযোগিতায় খুশি কৃষ্ণ শীল।