রাজগঞ্জে অসহায় পরিবারগুলিকে খাদ্যসামগ্রী বিতরণ

রাজগঞ্জ, ৩০ মেঃ রাজগঞ্জের অসহায় পরিবারদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কয়েকজন স্বহৃদয় ব্যক্তি।রবিবার ২০৬ জনকে চাল, ডাল, তেল, আলু, ডিম, সয়াবিন সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন তারা।


কার্যত লকডাউনে অসহায় পরিবারদের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাহুল ইসলাম।পরবর্তীতে এলাকার কিছু স্বহৃদয় ব্যক্তি তার সঙ্গে যোগ দেন।তারা যৌথভাবে ওই পরিবারগুলিকে রান্না করা খাবার পৌঁছে দিয়েছেন।এদিন অসহায় পরিবারগুলিকে খাদ্য সামগ্রী তুলে দেন তারা।

রাজগঞ্জের বলদাপুকুর নেতাজি সুভাষ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহুল ইসলাম বলেন, প্রথমে নিজের উদ্যোগে অসহায় পরিবারদের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দিলেও পরে অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।এদিন ২০৬ জনকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। রবর্তীতে আরও সাহায্য করার পরিকল্পনা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişcasino siteleriDeneme BonuslarOnwinbahsegel girişholiganbetholiganbet girişonwinpusulabet girişgrandpasha girişbets10casibom girişistanbul escortextrabetescort beylikdüzücasibomistanbul escortbets10