শিলিগুড়ি, ৯ জানুয়ারিঃ শিলিগুড়ির আশ্রমপাড়ায় রামকৃষ্ণ ক্লাব সংলগ্ন একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, এদিন সকালে বাড়িতে আগুন দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।সেইসময় বাড়ির পাশেই একটি স্কুলে এসআইআর এর কাজ চলছিল।সেখানে ডাবগ্রাম ফায়ার স্টেশনের দুজন দমকল কর্মী ছিলেন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারা।আগুন নিয়ন্ত্রক যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।বাড়ির একটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে।এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
বাড়ির মালিক অর্চনা সরকার জানান, সকালে পুজো করছিলাম।সেইসময় হঠাৎ করেই ধোঁয়া দেখতে পাই।এরপর হাত ধোঁয়ার জন্য গেলে দেখি হাতে কারেন্ট লাগছে।এরপরই ঘরে আগুন দেখতে পাই।
এই বিষয়ে দমকল আধিকারিক ধর্মেন্দ্র কৃষ্ণ রায় জানান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
