আলিপুরদুয়ার, ৪ এপ্রিলঃ অসম-বাংলা সীমান্তের বারবিশা এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড।পুড়ে ছাই হল ১০ টি দোকান।ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতি।
জানা গিয়েছে, গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।আগুন নজরে আসতেই স্থানীয় ব্যবসায়ীরা দমকলকে খবর দেয়।খবর পেয়ে বারবিশা দমকলের ১ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।পরবর্তীতে আলিপুরদুয়ার থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।ভয়াবহ অগ্নিকান্ডে আসবাবপত্রের দোকান, কসমেটিক দোকান, ইলেকট্রিক দোকান সহ মোট দশটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।
ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।