শিলিগুড়ি, ২০ জানুয়ারিঃ শিলিগুড়ির নিষিদ্ধপল্লি থেকে অসমের এক নাবালিকাকে উদ্ধার করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসমের মরিগাঁও জেলার অন্তর্গত তাতিকাঁটা গ্রাম থেকে বেশকিছুদিন আগে এক নাবালিকা নিখোঁজ হয়।এরপর চলতি বছরের ১৯ জানুয়ারি নাবালিকার পরিবার মরিগাঁও থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে।ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে যে ওই নাবালিকাকে ৫০ হাজার টাকার বিনিময়ে শিলিগুড়ির নিষিদ্ধপল্লি এলাকায় বিক্রি করে দেওয়া হয়েছে।এরপরই মরিগাঁও থানার পুলিশ এবং খালপাড়া ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গতকাল রাতে নাবালিকাকে উদ্ধার করে।
এরপর আজ খালপাড়া ফাঁড়ির পুলিশ ওই নাবালিকাকে জলপাইগুড়ির সিডব্লিউসি হোমে পাঠায়।জলপাইগুড়িতে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নাবালিকাকে অসমে নিয়ে যাওয়া হবে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই বিষয়ে মরিগাঁও থানার ইনচার্জ বলেন, গত ১৯ জানুয়ারি নাবালিকা নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে তার পরিবার।ঘটনার তদন্ত শুরু করে শিলিগুড়িতে পৌঁছান তারা।এরপর গতকাল রাতেই খালপাড়া ফাঁড়ির পুলিশের সহযোগিতায় নিষিদ্ধপল্লি থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়।