অসম, ২০ ডিসেম্বরঃ ফের একবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা অসমে।রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল ৮টি হাতির।লাইনচ্যুত হয়েছে ট্রেনের বেশ কয়েকটি কামরা।যদিও ঘটনায় কোন ট্রেন যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গিয়েছে, গভীর রাতে নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার লামডিং ডিভিশনের অন্তর্গত যমুনামুখ-কামপুর সেকশনে দুর্ঘটনাটি ঘটে।সাইরাং-দিল্লি রাজধানী এক্সপ্রেস দুরন্ত গতিতে ছুটছিল। সেইসময় রেল লাইনে এসে পড়ে একদল হাতি।
মুহুর্তের মধ্যে হাতিল দলকে ধাক্কা মারে ট্রেনটি। ঘটনায় প্রায় আটটি হাতির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জেরে ট্রেনের ইঞ্জিন সহ প্রায় পাঁচটি কামরা লাইনচ্য়ুত হয়েছে। ঘটনার পরই শুরু হয়েছে উদ্ধার কাজ।হাতিগুলির দেহ সরানোর কাজ চলছে।ইতিমধ্যেই সেই লাইনে বেশকিছু ট্রেনও বাতিল করেছে রেল।জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।
