শিলিগুড়ি, ২ ফেব্রুয়ারিঃ দুই দিনব্যাপী কর্মবিরতির ডাক দিল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তি ভিত্তিক ও ঠিকা কর্মী ঐক্য মঞ্চ। মঙ্গলবার সকাল থেকে পাওয়ার হাউস কমপ্লেক্সের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন বিদ্যুৎ বিভাগের অস্থায়ী কর্মীরা।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে স্মারকলিপি জমা দিয়েছেন বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীরা।তারপরেও তাদের দাবী আদায় হয়নি।এরপরই দুদিনের কর্মবিরতিতে শামিল হন তারা।
ঐক্য মঞ্চের রাজ্য কমিটির সদস্য অনামিকা সাহা জানান, ৭ দফা দাবি নিয়ে দু’দিনব্যাপী কর্মবিরতি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।তাঁদের মূল দাবি, কর্মীদের ন্যূনতম ২১ হাজার ৬০০ টাকা বেতন দিতে হবে, বিদ্যুৎ শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে,৬০ বছর পর্যন্ত অস্থায়ী কর্মীদের কাজের নিশ্চয়তা দিতে হবে, কোনও ক্ষেত্রে কর্মী ছাঁটাই করা চলবে না।