শিলিগুড়ি, ৪ জানুয়ারিঃ ছাত্রীকে স্কুলে মারধর ও অপমান।এর জেরে বাড়ি ফিরে এসে চরম পদক্ষেপ।উদ্ধার হল অষ্টম শ্রেনীর ছাত্রীর ঝুলন্ত দেহ।ঘটনাটি ঘটেছে মাতিগাড়া থানা অন্তর্গত এলাকায়,
জানা গিয়েছে, মাটিগাড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী প্রিয়া রায় গতকাল স্কুলে ভর্তির যায়। সেইসময় পরীক্ষার রেজাল্টে গড়মিলের কথা বলে স্কুল কর্তৃপক্ষ তাকে ভর্তি নিতে অস্বীকার করে।পরিবারের অভিযোগ, স্কুলের ভেতরে একটি বন্ধ ঘরে তাকে মারধর ও অপমানিত করা হয়।এরপরই ছাত্রী কাউকে কিছু না বলে বাড়ি ফিরে আসে এবং স্কুলের পোশাকই আত্মঘাতী হয়।ঘরে মেয়ের কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখতে পান তার ঝুলন্ত দেহ।এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।
ঘটনার পর আজ মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রীর মা।অভিযোগ, রেজাল্ট নিয়ে কোনও সমস্যা হয়ে থাকলে, স্কুল কর্তৃপক্ষের উচিত ছিল অভিভাবকদের ডেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। স্কুল থেকে বের করে দেওয়ার ফলে সে মানসিকভাবে আহত হয়েছিল, এই কারনেই এমন সিদ্ধান্ত নিয়েছে সে।অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন নাবালিকার মা।
গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
