শিলিগুড়ি, ২৭ ডিসেম্বরঃ কয়েকদিন আগে শিলিগুড়ির ভেনাস মোড়ে রাস্তা থেকে উদ্ধার হয়েছে এক অসুস্থ বৃদ্ধা।দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের উদ্যোগে বৃদ্ধাকে পাঠানো হবে অসমে তার বাড়িতে।
বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যায় লিগ্যাল এইড ফোরামের সদস্যরা।উদ্ধারের সময় শারীরিক অসুস্থতার কারণে বৃদ্ধা নিজের পরিচয় কিংবা ঠিকানা সম্পর্কে কিছুই জানাতে পারেননি।কয়েকদিন চিকিৎসা ও পরিচর্যার ফলে তার শারীরিক অবস্থার উন্নতি হলে অসমের ভাষায় কথা বলতে শুরু করেন।তখনই তিনি জানান, তার বাড়ি অসমে।
ইতিমধ্যেই বৃদ্ধাকে অসমে তার বাড়িতে ফেরানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।এর জন্য আপাতত হোমেই রয়েছে বৃদ্ধা।
