অসুস্থ ব্যক্তিকে আর্থিক সাহায্য করলেন বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত

রাজগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি: অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য পাশে দাঁড়ালেন বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। পরিবারটির হাতে তুলে দিলেন আর্থিক সাহায্য। সাহায্য পেয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া গ্রামের লক্ষণ ওঁরাও। লক্ষণ ওঁরাও একজন দিনমজুর।পরিবারে তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। অসুস্থ হয়ে কয়েক মাস থেকে শয্যাশায়ী হয়ে থাকলেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না।


উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ভর্তি করা হলেও সেখানে থেকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তার বাইরে যাওয়ার আর্থিক সামর্থ্য নেই। তার স্ত্রী সাবিত্রী ওঁরাও অন্যের চা-বাগানে শ্রমিকের কাজ শুরু করেছিলেন।কিন্তু এখন চা বাগান পরিচর্যা করার মরশুম। তাই সাবিত্রীদেবীর কাজও বন্ধ হয়ে যায়। তিনি নিরুপায় হয়ে রেঞ্জ অফিসারের কাছে সাহায্যের আবেদন করেন।এরপরই সঞ্জয়বাবু রবিবার ২০হাজার টাকা এবং কলকাতায় যাতায়াতের ভাড়া ওই পরিবারের হাতে তুলে দেন। এছাড়া কলকাতায় পিজি হাসপাতালে চিকিৎসকের সঙ্গেও যোগাযোগ করে দেন। চিকিৎসার জন্য সোমবার কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন লক্ষণ বাবু।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *