শিলিগুড়ি, ৮ মেঃ করোনায় মা মারা গিয়েছেন কয়েকদিন আগে।তারপর থেকে অসুস্থ রয়েছে ছেলে।আর সেই অবস্থাতেই ঘরে বন্দী হয়েছিলেন।বাসিন্দারা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে বললেও করেননি।ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।শেষে পুলিশ ডেকে যুবককে হাসপাতালে পাঠালেন ব্যবসায়ীরা।শিলিগুড়ির দেশবন্ধুপাড়া এলাকার ঘটনা।
জানা গিয়েছে, ওই যুবকের দেশবন্ধুপাড়ায় দোকান রয়েছে। কয়েকদিন ধরে দোকান বন্ধ রেখেছিলেন।মা মারা যাওয়ার পর নিজেও অসুস্থ হয়ে পড়ে।অসুস্থ হওয়ায় আশপাশের ব্যবসায়ীরা বুঝতে পারেন যে তাঁর শ্বাসকষ্ট ও নানা উপসর্গ দেখা দিয়েছে।কিন্তু কিছুতেই করোনা পরীক্ষা করানোর জন্য রাজি হয়নি সে।শেষে ব্যবসায়ী সমিতি পুলিশ ও পুরনিগমের সঙ্গে যোগাযোগ করে।
শনিবার দুপুরে পুরনিগম থেকে অ্যাম্বুলেন্স আসলেও যুবক যেতে চায়নি।শেষে শিলিগুড়ি থানার পুলিশ যায়।যুবককে বুঝিয়ে অ্যাম্বুলেন্সে ওঠানো হয়।তারপর স্বস্তি ফেরে ব্যবসায়ীদের মধ্যে।