শিলিগুড়ি, ১৫ মেঃ গাছ থেকে পড়ে গিয়ে কোমড়ে চোট পায় শিলিগুড়ি সংলগ্ন মাঝাবাড়ির ১৫ বছর বয়সী পরিতোষ রায়।তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করলেন ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর মহন্ত।
জানা গিয়েছে, প্রায় এক বছর আগে গাছ থেকে পড়ে গিয়ে কোমরে চোট পায় কিশোর।শিলিগুড়ি জেলা হাসপাতালে প্রথমে চিকিৎসা করানো হয়।বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন।কোমর ও পায়ে ইনফেকশন হয়েছে।যার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন।তবে অসহায় মা বাবার পক্ষে চিকিৎসা করানোর সামর্থ্য নেই।
এই খবর পেয়ে কিশোরের বাড়িতে যান ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সাগর মহন্ত।চিকিৎসার জন্য পরিবারটিকে আর্থিক সহায়তা করেন তিনি।পাশাপাশি সমস্তরকম সহায়তা করার আশ্বাস দেন তিনি।