আলিপুরদুয়ার, ৯ ফেব্রুয়ারিঃ ফের ডুয়ার্সের চা বাগানে খাঁচাবন্দী হল চিতাবাঘ।রবিবার সকালে ডুয়ার্সের কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানের ১৪ নম্বর সেকশনে বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হয় চিতাবাঘটি।
রবিবার বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ দেখে বনদফতরকে খবর দেন স্থানীয়রা।খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতি রেঞ্জের বনকর্মীরা পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।
সূত্রের খবর, গতবছরও এই চা বাগান থেকে ছটি চিতাবাঘ উদ্ধার হয়েছিল।