শিলিগুড়ি, ১৪ ডিসেম্বরঃ এটিএম এর বাইরে মানুষকে সহায়তার নাম করে প্রতারণার ঘটনায় মঙ্গলবার বিহারের এটিএম জালিয়াতি গ্যাং এর ৪ সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগডোগরা থানার পুলিশ।তবে বিহারের এই গ্যাং এর সঙ্গে জামতাড়া গ্যাং এর কোনো লিঙ্ক রয়েছে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে পুলিশ।চলছে তদন্ত।
প্রসঙ্গত, চলতি বছরের আগস্ট মাসে বাগডোগরা থানা অন্তর্গত এলাকায় এক ব্যক্তিকে এটিএম এ সহায়তার নাম করে তাঁর ১ লক্ষ ৯২ হাজার টাকা প্রতারণা করা হয়।ঘটনার পর বাগডোগরা থানায় অভিযোগ দায়ের করেন ব্যক্তি।এরপরই তদন্তে নামে পুলিশ।তদন্তে পুলিশ জানতে পারে বিহারের একটি গ্যাং রয়েছে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।এরপর সেই গ্যাংটিকে ধরতে বাগডোগরা পুলিশের একটি দল বিহারেও অভিযান চালায়, কিন্তু গ্যাংটিকে ধরতে পারেনি।এরপর মঙ্গলবার বাগডোগরা থানার পুলিশ এবং এসওজি মোবাইল টাওয়ারের লোকেশনের সহায়তায় এনজেপি থানা অন্তর্গত ভক্তিনগর কলোনি থেকে ৪ জনকে গ্রেফতার করে।
ধৃতদের নাম গোপাল কুমার(৩২), রিচু কুমার(২৪), চন্দন কুমার (১৮) এবং ধনঞ্জয় কুমার(২৮)।ধৃত ৪ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বিহারের এই গ্যাং এর মাস্টার মাউন্ড গোপাল কুমার।গোটা ঘটনার পরিকল্পনা করেছিল সে।এটিএম প্রতারণা করার জন্য তাঁর ৩ সদস্যকে ট্রেনিংও দিয়েছিল গোপাল।পুলিশ সূত্রে খবর, গোপাল কুমারের এই গ্যাং শহর থেকে দূরে গ্রাম এলাকায় এটিএম’য়ের বাইরে অপেক্ষা করতো।এটিএম থেকে টাকা তুলতে গিয়ে কেউ সমস্যায় পড়লে তাকে সাহায্য করার নামে প্রতারণা করতো।ঘটনার পর তারা বিহারে গিয়ে আত্মগোপন করত।
ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হলে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।