শিলিগুড়ি, ১০ ডিসেম্বরঃ এটিএম লুটের চেষ্টা ও ভাঙচুরের ঘটনায় এক ব্যাক্তিকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। ধৃতের নাম মুদিত বোথরা, সে সিকিমের বাসিন্দা।
জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির বিশ্বদীপ সিনেমা হল সংলগ্ন একটি ফাঁকা এটিএমে লুটের উদ্দেশ্যে প্রবেশ করে মুদিত বোথরা। এরপর এটিএম এর শাটার নামিয়ে ভাঙচুর চালায় সে। তবে এটিএম লুটের উদ্দেশ্য সফলের আগেই বেজে ওঠে এটিএমের এলার্ম। এরপরই এটিএম ছেড়ে পালিয়ে যায় ওই ব্যাক্তি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ধৃত ব্যাক্তিকে শনাক্ত করে কয়েকঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত মুদিত বোথরা পুলিশকে বিভ্রান্ত করতে এটিএম থেকে বেরোনোর সময় মাথায় নকল চুল লাগিয়ে বেরোয়। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।