গজলডোবা, ১৬ জুনঃ ময়নাগুড়ির বৌলবাড়িতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট কান্ডে আরও একজনকে গ্রেফতার করলো পুলিশ।এই নিয়ে ধৃতের সংখ্যা দাঁড়াল তিন।
রবিবার গজলডোবার গেটবাজার সংলগ্ন করলা নদীর কাছ থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভোরের আলো থানার অধীনস্থ গজলডোবা ফাঁড়ির পুলিশ ও ময়নাগুড়ি থানার পুলিশ। ধৃতের নাম ইরফান খান। সে রাজস্থানের বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। যদিও তার কাছ থেকে লুট করা অর্থ উদ্ধার হয়নি। ধৃতকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য ময়নাগুড়ি থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।
এদিকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল আসলুপ খান (উত্তরপ্রদেশ) এবং মহম্মদ সামশের আলিকে (বিহার)। রবিবার তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেয়।পুলিশ তাদের হেফাজতে নিয়ে জেরা করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।
এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জন দুষ্কৃতির মধ্যে তিন জন ধরা পড়েছে।বাকি দুজনের খোঁজে পুলিশ ও বনদপ্তরের যৌথ তল্লাশি এখনও জারি রয়েছে বৈকুন্ঠপুর জঙ্গল সংলগ্ন এলাকায়।