শিলিগুড়ি, ১৩ জুলাইঃ অবশেষে এটিএম কান্ডের রহস্যের পর্দা ফাঁস। শিলিগুড়িতে একের পর এক এটিএম লুটের ঘটনায় বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
উল্লেখ্য, গজলডোবার তিস্তা ব্যারেজ এর কাছে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে শনিবার রাতে গ্রেফতার হয় ৫ দুষ্কৃতি। তাদের হেপাজত থেকে উদ্ধার হয় প্রচুর পরিমানে গাঁজা সহ বেশকিছু অস্ত্রশস্ত্র। এছাড়াও অপরাধমূলক কাজে ব্যবহার করা একটি বোলেরো গাড়িও আটক করে পুলিশ।
ধৃতদের নাম গৌতম মালি, রাজেন সরকার, খোকন অধিকারী, সুব্রত দেব, ভজন দাস। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে শিলিগুড়ির বিভিন্ন এটিএম লুটের কথা জানতে পারে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জানা গিয়েছে, একের পর এক এটিএম লুটের ঘটনার পর থেকেই সতর্ক ছিল শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশ। প্রতিদিন রাতে প্রতিটি থানার তরফে এলাকায় টহলদারি ছিল। এরপরই এই সাফল্য পায় পুলিশ।
সোমবার এনজেপি থানায় এক সাংবাদিক বৈঠকে ডিসিপি নিমা নরবু ভুটিয়া জানান, শহরে যে সমস্ত এটিএম লুটের ঘটনা ঘটেছে সেইসকল ঘটনার সঙ্গে জড়িত তারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া বেশ কিছু জিনিসপত্র দেখে পুলিশের সন্দেহ হয়েছিল যে তারা বড় কোনো অপরাধের সঙ্গে যুক্ত।সেই কারণেই তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে অবশেষে আসে সাফল্য। জিজ্ঞাসাবাদ করে বেরিয়ে আসে এটিএম লুটের বিভিন্ন তথ্য।