শিলিগুড়ি, ২৯ আগস্টঃ প্রধাননগর থানার অন্তর্গত সমরনগর বটতলা এলাকায় এটিএম লুটের চেষ্টার ঘটনায় সামনে এল সিসিটিভি ফুটেজ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে প্রধাননগর থানার অন্তর্গত সমরনগর-বটতলা এলাকায় এটিএম লুটের চেষ্টা করে দুষ্কৃতীরা।শুক্রবার সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পান।এরপরই ঘটনার খবর দেওয়া হয় প্রধাননগর থানায়।পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে।
ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ সামনে আসে।ফুটেজে ধরা পড়ে এটিএম লুটের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এটিএম এর স্ক্রিন এবং সিসিটিভি ফুটেজের ডিভিডিআর নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।এলাকার একটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।সেই সূত্র ধরে দুষ্কৃতিদের ধরতে তদন্তে নেমেছে প্রধাননগর থানার পুলিশ।