কালিম্পং, ৯ অক্টোম্বরঃ আতঙ্ক কাটিয়ে এখন স্কুলমুখী স্কুল পড়ুয়ারা।৪ অক্টোবর রাতে তিস্তার হড়পা বানে কালিম্পঙের তিস্তা বাজার, মল্লি এলাকায় ব্যাপক ক্ষতি হয়।বহু বাড়ি সেখানে তিস্তার জলে ভেসে গিয়েছে।সেই আতঙ্ক কাটিয়ে সোমবার থেকে স্কুলে যাওয়া শুরু করলো স্থানীয় পড়ুয়ারা।
অনেকেই কালিম্পঙের বিভিন্ন স্কুলে পড়ে।কিন্তু এই ঘটনার পর থেকে যোগাযোগ ব্যবস্থা যেমন ব্যাহত তেমনি অনেকে আতঙ্কিত।এই অবস্থায় ছেলে মেয়েদের কীভাবে স্কুলে পাঠাবেন তা নিয়ে চিন্তায় ছিলেন অভিভাবকেরা।
সোমবার জিটিএ চিফ এক্সিকিউটিভ অনীত থাপার উদ্যোগে কালিম্পঙে স্কুলে যেতে শুরু করলো পড়ুয়ারা। এদিন বেশকিছু গাড়ির ব্যবস্থা করে পড়ুয়াদের স্কুলে পাঠানো হয়।সবকিছু স্বাভাবিক না হওয়া পর্যন্ত জিটিএ তরফে যাবতীয় সাহায্য করা হবে বলেই জানিয়েছেন অনীত থাপা।
অন্যদিকে ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে রয়েছেন অনীত থাপা।সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলার পাশাপাশি রিলিফ ক্যাম্পগুলিতেও যাচ্ছেন।বাসিন্দাদের ত্রাণ সামগ্রীর পাশাপাশি ঘরগুলি যাতে বানিয়ে দেওয়া যায় সেই কাজও শুরু করা হয়েছে।