ডুয়ার্স,৩১ ডিসেম্বরঃ এবার করোনার নিউ স্ট্রেনের আতঙ্কে কাঁপছে ডুয়ার্স।কলকাতায় ব্রিটেন ফেরত এক যুবকের শরীরে ইতিমধ্যেই ধরা পড়েছে এই নতুন প্রজাতির ভাইরাস।জানা গিয়েছে, ওই যুবকেরই তিন সহযাত্রী কর্মসূত্রে লন্ডনের বাসিন্দা এবং হুগলির চুঁচুড়ার আদি বাসিন্দা বুধবার পরিবারের আরও চার সদস্যকে নিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়ায় বেড়াতে আসেন।পরিবারটি রাজাভাতখাওয়ায় বন উন্নয়ন নিগমের বাংলোতে ওঠেন।
এদিকে বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়ায় জেলা স্বাস্থ্য দপ্তরের অন্দরে।সাবধানতার জন্য সিল করে দেওয়া হয়েছে ওই বাংলো চত্বর।ইতিমধ্যেই ওই পর্যটকদের লালা রসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
Bairar Lok k Kno ato taratari dukta dawa hoccha Kno test Chara ara nijaw morba amdar songa niaw morba