গ্রেফতারি পরোয়ানা জারি হতেই আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা

কোচবিহার, ১৯ নভেম্বরঃ গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর শনিবার সকালে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী জন বার্লা।


প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা ভোটে নির্বাচনী বিধি ভঙ্গ করে পথসভা করছিলেন তৎকালীন লোকসভা কেন্দ্রের সাংসদ প্রার্থী জন বার্লা ও তার কর্মী সমর্থকরা।সেইসময় বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্বাচন কমিশনের আধিকারিকেরা।সেই মামলায় জন বার্লা সহ মোট চারজনের নাম থাকলেও বাকি তিনজনের জামিন হয়।গত ১৫ নভেম্বর কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রীকে সমন পাঠায় আদালত।এরপরও তার আইনজীবী বা জন বার্লা আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালত।

এদিকে গ্রেফতারি পরোয়ানা জারি হতেই শনিবার সকালে আইনজীবী ও তুফানগঞ্জ বিধানসভার বিধায়িকা মালতি রাভা রায়কে সঙ্গে নিয়ে তুফানগঞ্জ  মহকুমা দায়রা আদালতে যান মন্ত্রী জন বার্লা।এরপর ৫০০ টাকার বন্ডে জামিন পান তিনি।


জামিন পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা জানান, আমি সরকারিভাবে কোন নোটিস পাইনি।গতকাল সোশ্যাল মিডিয়ায়, টিভিতে খবর দেখে গ্রেফতারি পরোয়ানার কথা জানতে পারি।ছাপ্পা ভোট হয়েছে সেখানে মামলা হচ্ছে না আমি শুধুমাত্র র‍্যালি করেছি তাতে অন্যায় হয়েছে।জামিন পেয়েছি ঠিকই কিন্তু আইনিপথে লড়াই করবেন বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARScasibomcasibom girişCasibom Bonuscasibom mobil girişhttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahiscasibom resmi girişcasibom