রাজগঞ্জ, ২৭ নভেম্বরঃ বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতি সহ বিভিন্ন বন্যপ্রাণীর মৃত্যু রুখতে বনদপ্তরের উদ্যোগে সচেতনতা শিবির করা হল।শনিবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা বিশ্ব বাংলা কমিউনিটি হলে এই শিবিরের আয়োজন করা হয়।এদিন বন সুরক্ষা কমিটির সদস্যদের বনাঞ্চল এলাকার মানুষদের সচেতন করতে এগিয়ে আসার বার্তা দেওয়া হয়।
এদিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন বৈকন্ঠপুর ডিভিশনের আধিকারিক মঞ্জুলা তির্কি, পঞ্চায়েত সমিতির বন ও বনভূমি কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সৌম্যদীপ গাঙ্গুলী, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শশী চন্দ্র বর্মন সহ অন্যান্যরা।
আধিকারিকরা বলেন, বনসংলগ্ন এলাকার বাসিন্দারা তাদের ফসল বাঁচাতে বিদ্যুৎবাহী তার দিয়ে ঘিরে রাখে।সেই বিদ্যুতে বন্য প্রাণীর মৃত্যু হয়।সেব্যাপারে মানুষকে সচেতন করতে একদিবসীয় শিবিরের আয়োজন করা হয়।