শিলিগুড়ি, ৬ জুলাইঃ সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রুখতে তৎপর রাজ্য এবং কেন্দ্র সরকার।অভিযানে নেমেছে শিলিগুড়ি পুরনিগমও।পুরনিগমের আহ্বানে বুধবার শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেট ব্যবসায়ী সমিতির তরফে প্লাস্টিক ব্যবহার রুখতে মাইকিং করে সচেতনতা প্রচার করা হল।লিফলেট বিলি করে ব্যবসায়ীদের সচেতন করা হয়।সচেতনতা প্রচারের পাশাপাশি বেশকিছু দোকান থেকে প্লাস্টিক ক্যারিব্যাগও উদ্ধার করা হয়েছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ২ নম্বর বরো চেয়ারম্যান আলম খান,শেঠ শ্রীলাল মার্কেটের সম্পাদক খোকন ভট্টাচার্য সহ মার্কেটের অন্যান্য সদস্যরা।
এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন,আমরা সকলের কাছে আবেদন করছি সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করুন।পুরনিগমের তরফে অভিযান চালানো হচ্ছে।এরপরও কোনো দোকানে প্লাস্টিক পাওয়া গেলে সেই দোকানের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।বিক্রেতাদের ৫০০টাকা জরিমানার পাশাপাশি ক্রেতাদেরও জরিমানা করা হবে।