করোনা নিয়ে ফুলবাড়িতে সচেতনতা শিবিরের আয়োজন

রাজগঞ্জ, ১৭ মার্চঃ করোনা নিয়ে মঙ্গলবার ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং রাজগঞ্জ ব্লক স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় ফুলবাড়িতে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হল।   


এদিনের শিবিরে ব্লক স্বাস্থ্য আধিকারিক(বিএমওএইচ)শুভদীপ সরকার বলেন, করোনা নিয়ে গুজবে কান না দিয়ে ও আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।কিছু নিয়ম মেনে চললেই করোনা ঠেকানো সম্ভব।এন-৯৫ মাস্ক পড়তেই হবে এমন কোনো ব্যাপার নেই।বাজারের কম দামের মাস্ক পড়লেই হবে।

তিনি আরও বলেন, হাঁস-মুরগি বা পাখি থেকে যে করোনা ভাইরাস ছড়িয়েছে তা এখনও প্রমান পাওয়া যায়নি।হাঁচি-কাশি বা জ্বর হলে নিজে থেকে ওষুধ না কিনে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন।


এদিনের শিবিরে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দেবাশীষ প্রামাণিক, গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় ও আশাকর্মী, বহুমুখী স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş