শিলিগুড়ি,১ ডিসেম্বরঃ আজ থেকে রাজ্যজুড়ে শুরু হল ‘দুয়ারে সরকার’ কর্মসূচী। স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, একশো দিনের কাজ সহ রাজ্য সরকারের আরও অন্যান্য প্রকল্পগুলিতে যারা অন্তর্ভুক্ত হতে পারেনি বা সার্টিফিকেট পাননি তাদের সমস্যার সমাধানেই এই কর্মসূচী। প্রতিটি গ্রামপঞ্চায়েত, পৌরসভা, পৌরনিগমে ৩১শে জানুয়ারি পর্যন্ত ক্যাম্প হবে।
এদিন পুরনিগমের ৪ নম্বর বরো অফিসে এই কর্মসূচী আয়োজিত হয়, উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার।এই কর্মসূচীর ফলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন বলে আশাবাদী তিনি।