শিলিগুড়ি,২৫ ফেব্রুয়ারিঃ লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি সেভিয়ার্স এর উদ্যোগে শহর শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে দু’দিনের স্বাস্থ্যমেলা।এই স্বাস্থ্যমেলায় ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৫০ জন চিকিৎসকের আসার কথা রয়েছে।২৭ ও ২৮ ফেব্রুয়ারী ইন্দিরা গান্ধী ময়দানে এই স্বাস্থ্যমেলা আয়োজিত হবে।
বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি সেভিয়ার্সের তরফে ডঃ শৈলেস ঝাঁ জানান, এই প্রথমবার তারা স্বাস্থ্যমেলার আয়োজন করছেন।শিলিগুড়িতে এখনও পর্যন্ত বেশকিছু রোগের ডাক্তারের অভাব রয়েছে।এই মেলায় প্রায় সমস্ত বিভাগের ডাক্তারেরাই উপস্থিত থাকবেন।সাধারন মানুষ বিনা পয়সায় চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন।অভাবি মানুষদের বিনামূল্যে ওষুধও প্রদান করা হবে। দুদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই স্বাস্থ্যমেলা চলবে।
অন্যদিকে প্রত্যন্ত চা-বাগান থেকে যারা আসবেন তাদের বিনামূল্যে ওষুধের পাশাপাশি খাবারের ব্যাবস্থাও করা হবে বলে জানা গিয়েছে।এছাড়াও মেলার পাশাপাশি একটি রক্তদান শিবিরেরও তারা আয়োজন করবেন।এছাড়াও করোনা পরিস্থিতিতে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের যেসমস্ত মানুষ দুঃস্থদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের মধ্যে ১৫ জনকে লায়নরত্ন সম্মানে সম্মানিত করা হবে।