জলপাইগুড়ি, ২৩ নভেম্বরঃ বাবার মৃত্যুর পরও করছেন এসআইআর এর কাজ।গুরুদশার মধ্যেই দায়িত্ব সামলাচ্ছেন জলপাইগুড়ির নন্দনপুর বোয়ালমারী গ্রাম পঞ্চায়েতে ১৭/২১৯ নম্বর বুথের বিএলও বিরাজ কুমার সরকার।তাকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসন।
বিভিন্ন জায়গায় কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন বিএলওরা।চাপ নিতে না পারায় আত্মহত্যার ঘটনাও ঘটছে।এরমধ্যে ব্যতিক্রমী ঘটনাও আছে।জলপাইগুড়ি র ১৭/২১৯ নম্বর বুথের বিএলও বিরাজ কুমার সরকার পেশায় প্রাথমিক শিক্ষক।বাবাও ছিলেন শিক্ষক। এসআইআর প্রক্রিয়া শুরুর কয়েক দিনের মধ্যে মৃত্যু হয় তার বাবার।
স্বাভাবিকভাবে এই অবস্থায় দায়িত্ব থেকে অব্যাহতির সুযোগ ছিল তার কাছে।কিন্তু সেই পথে হাঁটেননি তিনি।বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেই নেমে পড়েন এসআইআর এর কাজে। এমন কাজে বিরাজ বাবুকে কুর্নিশ জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা।
