শিলিগুড়ি, ৫ জুলাইঃ ব্যবসায়ী প্রভাকর সিং অপহরণ মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।পুলিশের তদন্তে এক এক করে গ্রেফতার হচ্ছে অপরাধীরা।ঘটনায় এখনও অবধি গ্রেফতার ৫ জন।ধৃতের নাম মহম্মদ মুরাদ আনসারি।মঙ্গলবার বোলপুর থেকে ধৃতকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, গত ২৪ জুন শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের চম্পাসারি মেনই রোডে একদল দুষ্কৃতী ব্যবসায়ী প্রভাকর সিংকে বন্দুক দেখিয়ে অপহরণ করে।ঘটনার পর ব্যবসায়ীকে উদ্ধার করতে তদন্তে নামে এসওজি, ডিডি এবং প্রধাননগর থানার পুলিশ।এর মধ্যেই পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ চেয়ে ফোন আসে অপহরণকারীদের।এদিকে অপহরণকারীদের কথামত টাকা দিতে পৌঁছায় পরিবারের সদস্যরা।তবে পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।আর এই খবর পেয়েই ব্যবসায়ীকে ছেড়ে পালিয়ে যায় অপহরণকারীরা।উদ্ধার হন ব্যবসায়ী।
এই ঘটনায় প্রথমে অপহরণে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করে পুলিশ।গ্রেফতার করা হয় গাড়ির চালক জাবেদ শেখকে।তাকে জিজ্ঞাসাবাদ করে রাকেশ থাপা ও কৈলাস সাহার নাম সামনে আসে।তাদের দুজনকে জয়গাঁ থেকে গ্রেফতার করা হয়।তাদের জিজ্ঞাসাবাদ করে শালুগাড়া থেকে চতুর্থ অপরাধী মহম্মদ রাজকে গ্রেফতার করা হয়।এরপর গত মঙ্গলবার বোলপুর থেকে ঘটনায় পঞ্চম অভিযুক্তকে গ্রেফতার করে আজ সকালে শিলিগুড়িতে পৌঁছায় পুলিশ।
ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।ঘটনার তদন্তে পুলিশ।