শিলিগুড়ি, ১৬ জানুয়ারিঃ সোমবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হল ঘরে শিলিগুড়ির বৃহত্তর খুচরো ব্যবসায়ী সমিতির অন্তর্গত প্রায় ৯০টি বাজারের সদস্যদের নিয়ে বৈঠক সারলেন মেয়র গৌতম দেব।মেয়রের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, এদিনের বৈঠকে মূলত ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়।মূলত রেলের জমিতে বেশকয়েকটি বাজারে কয়েক হাজার ব্যবসায়ী ব্যবসা করে তাদের জীবন যাপন করছে।তবে অভিযোগ হঠাৎ করে রেলের পক্ষ থেকে সেই বাজারগুলো তুলে দেওয়ার কথা বলা হয়েছে, যার ফলে দুশ্চিন্তায় ভুগছেন খুচরো ব্যবসায়ীরা।
এদিন ব্যবসায়ীদের সমস্যার কথা শুনে পরবর্তীতে ফের একবার বাজারের সদস্যদের নিয়ে পৃথকভাবে বৈঠক করে সমস্যার সমাধান বের করা হবে বলে আশ্বাস দিয়েছেন মেয়র গৌতম দেব।